বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে পাওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহ।
বুধবার (১৬ অক্টোবর) সিইও নিজামউদ্দিন চৌধুরীকে ই-মেইলের মাধ্যমে নোটিশের জবাব দিয়েছেন। হাথুরুসিংহ তার আইনজীবীর মাধ্যমে উত্তর দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিইও।
আরও পড়ুন: ঢাকায় এসেই শেরেবাংলায় গেলেন নতুন কোচ
এর আগে ১৫ অক্টোবর কোচ চন্ডিকা হাথুরুসিংহকে কারণ দর্শানোর নোটিশসহ বরখাস্ত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালে চেন্নাইয়ের ড্রেসিংরুমে নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।
বিশ্বকাপ শেষে বিষয়টি গণমাধ্যমের সামনে আসায় পারফরম্যান্স মূল্যায়ন কমিটিকে দায়িত্ব দেওয়া হয় ঘটনার সত্যতা অনুসন্ধান করতে। তবে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের কমিটি কোচের কোনো দোষ খুঁজে পায়নি বলে জানা গেছে। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছিলেন, রিপোর্টে কিছু নেই।
কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদের দাবি, রিপোর্টে নাসুমকে আঘাত করার বিষয়টি রয়েছে। তিনি নিজেও তদন্ত করে সত্যতা পেয়েছেন।