দ্বিতীয় উইকেটে এখন নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গাপটিল ও অধিনায়ক উইলিয়ামসন। তবে এই জুটিকে বেশি দূর যেতে দেননি মাহমুদউল্লাহ। দলীয় ১৩১ রানে এল বি ডব্লিইয়ের ফাঁদে ফেলে রিভিউ নিয়ে উইলিয়ামসনকে ফোরান তিনি। ২২ বল থেকে ১১ রান করেন উইলিয়ামসন।
তৃতীয় উইকেটে গাপটিল নিজের অর্ধশতক তুলে নিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি ৭১ বল থেকে ৭১ রান নিয়ে ক্রিজে আছেন। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দিতে এসেছেন টেইলর। ব্যাট করছেন। শেষ খবর পাওয়া অবদি নিউজিল্যান্ডের সংগ্রহ ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৭ রান।