লিটন দাসকে অধিনায়ক করে উন্ডিজের বিপক্ষে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত ফরম্যাটের দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল।
দীর্ঘদিন পর আবারও দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। মূলত ইনজুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তেই জায়গা করে নিয়েছেন লিটন।
এবারের স্কোয়াডে চমক বলতে একমাত্র ক্রিকেটার রিপন মণ্ডল। ২১ বছর বয়সি এই পেসার বাংলাদেশের যুব দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। এছাড়া দলে ফিরেছেন শামীম হোসেন পাটওয়ারী ও আফিফ হোসেন ধ্রুব।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৩ ডিসেম্বর)
এক নজরে দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।
আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ।