8.3 C
New York
Thursday, March 28, 2024

Buy now

এক ম্যাচেই ১০৪৫ রান যার মধ্যে ৬৭টি ছক্কা ও ১৪৯ টি চার!

Tanishq Gavate,, Navi Mumbai
ম্যাচের মেয়াদ দুইদিন আর তাতে একজনেরই রান ১০৪৫! এমনই কাণ্ড ঘটেছে মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৪ নারী মুম্বাই শিল্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্টে। মাত্র ১৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের নাম তানিস্ক গাভাতে!

সোমবার ও মঙ্গলবার ব্যাট করে ৬৭টি ছক্কা ও ১৪৯ চারের মারে হাজার রান পার করতে তানিস্ক বল খেলেছে ৫১৫টি। তার বেশিরভাগ বাউন্ডারিই হয়েছে অফসাইডে। কারণ অফসাইডের বাউন্ডারির দূরত্ব মাত্র ৫০ গজ, যেখানে লেগসাইডের বাউন্ডারির দূরত্ব ৬০-৬৫ গজ।

মজার বিষয়, তানিস্কের প্রতিপক্ষ দল ছিল তার স্কুল যশবন্ত্র চভন ইংলিশ মিডিয়াম স্কুল। আর তানিস্ক খেলেছে নিজের কোচের দল যশবন্ত্র ক্রিকেট একাডেমির হয়ে। মাঠও ছিল সেই একাডেমিরই।

এমন দানবীয় ইনিংসে তানিস্ক ভেঙ্গেছে কয়েক বছর আগে করা প্রণব ধনভারের ১০০৯ রানের রেকর্ড। তবে এমন কীর্তির পরও মন খারাপ হতে পারে তার। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্বীকৃত টুর্নামেন্ট নয় মুম্বাই শিল্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। তাতে বিশ্ব রেকর্ডও গড়া হচ্ছে না তানিস্কের।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles