নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রামে পাঠিয়ে শ্রীলংকার বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। ১১ জানুয়ারী শুক্রবার এই ম্যাচের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে টিম সাউদির কাঁধে। উইলিয়াম ছাড়াও এই ম্যাচে কলিন ডি গ্র্যান্ডহোমকে এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে।
এদিকে শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা অলরাউন্ডার জিমি নিশাম ও ওপেনার মার্টিন গাপটিলকেও রাখা হয়েছে টি-২০ দলে। সিরিজের প্রথম ওয়ানডেতে এক ওভারে পাঁচ ছক্কা মেরেছিলেন থিসারা পেরেরাকে। সেই সুবাদে প্রায় এক বছর টি-টোয়েন্টি দলে জায়গা পেলে বাঁহাতি এই অলরাউন্ডার। আর গাপটিল ইনজুরি থেকে ফিরেই খেলেছিলেন ১৩৮ রানের ইনিংস।
নিউজিল্যান্ড দল: টিম সাউদি (অধিনায়ক), লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কুজেলেইন, কলিন মুনরো, জিমি নিশাম, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, সেথ রেন্স, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশসোধি, রস টেইলর।