সম্প্রতি ওমরাহ পালন করেছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত অলরাউন্ডার সাকিব আল হাসান। ওমরাহ শেষে দেশসেরা এ ক্রিকেটার যোগ দিয়েছেন আবুধাবি টি-টেন লিগের দল ‘বাংলা টাইগার্স’ এ। একই দলে তার সতীর্থ আফগান লেগ স্পিন সুপারস্টার রশিদ খান।
বাংলা টাইগার্সের ফেসবুক পেইজে আজ এই দুজনের ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, আবুধাবি টি-টেন লিগে আমাদের ট্রেনার সাকিবের সঙ্গে সাকিব আল হাসান এবং রশিদ খান। রশিদ-সাকিবকে বাংলা টাইগার্সের জার্সিতে দেখার তর সইছে না।
আরও পড়ুন: ‘বিসিবিতে নতুন পরিচালক আনা হবে’
প্রসঙ্গত, ২১ নভেম্বর থেকে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে আবুধাবি টি-টেন লিগ। ১০ ওভারের এই টুর্নামেন্ট চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ভারত সফরের পর এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন সাকিব।