প্রথম টেস্টের ব্যাটিং ব্যর্থতা ইংল্যান্ডকে পিছু করল দ্বিতীয় টেস্টেও। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তারা মাত্র ৭৭ রানেই অলআউট হয়েছিল। এবার তারা বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে ১৮৭ রানে সবকয়টি উইকেট হারালো। জবাবে প্রথম দিন শেষে বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করেছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নর্থ সাউন্ডে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে ক্যারিবিয়ানদের চার পেসার কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, আলঝারি জোসেফ এবং জেসন হোল্ডারের সম্মিলিত আক্রমণে এক পর্যায়ে ৯৩ রানেই ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকে ইংল্যান্ড। দুই ওপেনারের মধ্যে বার্নাস ৪ ও জো ডেনলি করেন ৬ রান।
এমন অবস্থায় দলের হয়ে কিছুটা লড়াই করেন জনি বেয়ারস্টো, মঈন আলী ও বেন ফকস। তিন নম্বরে ব্যাট করতে নেমে বেয়ারস্টো খেলেন ৫২ রানের ইনিংস। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে রোচের বলে বিদায় নেওয়ার সময় ইংল্যান্ডের স্কোর ছিল ৭৮। দলীয় ৯৩ রানে বেন স্টোকস ব্যাক্তিগত ১৪ রানে ফেরেন।
সপ্তম উইকেটে খানিক প্রতিরোধ গড়েন মঈন আলি এবং বেন ফোকস। ইনিংসের সর্বোচ্চ ৬০ রান করেন মঈন, ফোকসের ব্যাট থেকে আসে ৩৫ রান। দুজনের জুটিতে আসে ৮৫ রান।
ক্যারিবিয়ানদের হয়ে ১৫ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন রোচ। এছাড়া গ্যাবরিয়েল ৩টি ও জোসেপ নেন ২টি উইকেট। ১ টি উইকেট নেন হোল্ডার।
জবাবে ২১ ওভার বল করেও ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েট ও জন ক্যাম্পবেলকে বিভ্রান্ত করতে পারেননি ইংল্যান্ডের বোলাররা। তারা দুজন যথাক্রমে ১১ ও ১৬ রানে অপরাজিত আছেন।
টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ওয়ান।