ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ লেগ-স্পিনার রবি বিষ্ণই। আর দলে জায়গা পেয়ে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনিল কুম্বলের প্রতি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুই আসর খেলেছেন বিষ্ণই। সেই সময়ে পাঞ্জাবের হেড কোচ ছিলেন কুম্বলে। স্বদেশী এই কিংবদন্তির কাছ থেকে বোলিংয়ের অনেক কৌশল শিখে নিয়েছেন বিষ্ণই। আর তাই জাতীয় দলে ডাক পেয়েই তাই কুম্বলেকে স্মরণ করেছেন বিষ্ণই।
স্কোয়াডে ডাক পাওয়ার খবর শুনে বিষ্ণই বলেন, ‘আমি অনিল স্যারের কাছে অনেক কিছু শিখেছি। সেই সব শিক্ষা আমাকে আরও ভালো একজন ক্রিকেটার হতে সাহায্য করেছে। তিনিই আমাকে শিখিয়েছেন কীভাবে আশাহত না হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। এগুলো আমাকে অনেক সাহায্য করেছে।’
‘তিনি আমাকে সবসময় নিজের শক্তির দিক কাজে লাগিয়ে খেলতে বলেছেন। আমি যেন মূল বিষয়গুলোতে ফোকাস করি এবং আমার পরিকল্পনাগুলো ঠিকভাবে কাজে লাগাই। তিনি আমাকে নিজের মতো বোলিং করতে আত্মবিশ্বাস যুগিয়েছেন।’