ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ফ্লুমিনেন্স ছেড়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সাবেক ডিফেন্ডার মার্সেলো। শনিবার (২ নভেম্বর) মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। তবে চুক্তি বাতিলের কারণ প্রকাশ করেনি ক্লাবটি।
এর আগে শুক্রবার (১ নভেম্বর) রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামেগ্রেমিওর সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে কোচ মানো মেনেজেসের সাথে বিতণ্ডায় জড়িয়ে পরে মার্সেলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নির্ধারিত সময়ের শেষ দিকে বদলি হিসেবে নামার জন্য সাইডলাইনে এসে দাঁড়িয়েছেন মার্সেলো। তখন কাঁধে হাত রেখে তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফ্লুমিনেন্স কোচ মেনেজেস। মাঠে নামার আগমুহূর্তে মেনেজেসকে উদ্দেশ করে কিছু একটা বলতে দেখা যায় মার্সেলোকে। সে কথা শুনেই ক্ষেপে যান তিনি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৩ নভেম্বর)
এ সময় মার্সেলোর উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় ফ্লুমিনেন্স কোচকে। একপর্যায়ে মার্সেলোকে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন মেনেজেস এবং অন্য একজন খেলোয়াড়কে ইশারা করে ডাক দেন। এরপর মার্সেলো গিয়ে বেঞ্চে বসে পড়েন।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেনেজেস বলেছেন, ‘আমি সেই মুহুর্তে মার্সেলোকে নামাতে যাচ্ছিলাম, কিন্তু আমি এমন কিছু শুনেছিলাম যা আমি পছন্দ করি না, তাই আমি আমার মন পরিবর্তন করেছি।’
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্লুমিনেন্স এবং মার্সেলোর মধ্যে প্রাতিষ্ঠানিক এবং মানসিক সম্পর্ক বজায় থাকবে। ফ্লুমিনেন্স মার্সেলোকে ধন্যবাদ জানায় এবং সব সময়ের মতো সব চ্যালেঞ্জ মোকাবিলায় তাকে সমর্থন দেবে ক্লাব।’