প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে দলের সাথে অনুশীলন করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা ও জাতীয় দলে মেসির সতীর্থ রদ্রিগো ডি পল। সেখানে লিওনেল মেসির সাথে অনুশীলন উপভোগ্য এবং দারুণ ব্যাপার বলেও জানান এলএমটেন।
এ বিষয়ে ডি পল বলেন, ‘সত্যিটা হলো মেসি ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। আমরা এটা উপভোগ করি, কারণ তার সাথে অনুশীলন করাটা দারুন ব্যাপার। বেশ ভালো লাগে।’
আরও পড়ুন: টেস্ট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েসের
সদ্য শেষ হওয়া মৌসুমে দলগতভাবে শিরোপা জেতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও দারুণ ছন্দে ছিলেন মিসি। মার্কিন লিগে ইন্টার মায়ামির জার্সিতে এই মৌসুমে ২৫ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেন তিনি। আর্জেন্টিনার জার্সিতেও সবশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে রঙিন ছিল মেসির পারফরমেন্স। তাইতো সতীর্থ ডি পলের মতে সেরা ফর্মে আছেন তিনি।