ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর শুরু হতে বাকি আর মাত্র ৮৬ দিন। অংশগ্রহণকারী দশ দলের সবাই এখন ব্যস্ত বিশ্বকাপের আগে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে পেতে। বিশ্বকাপের হাওয়া বইতে শুরু করেছে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মনে।
এর মধ্যে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড়-ছোট’র তালিকা প্রকাশ করল ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’। এর মধ্যে সবচেয়ে খাটো তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং সবথেকে লম্বা ক্রিকেটারের খেতাব পেয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান।
বিডি স্পোর্টস নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো ‘ক্রিকইনফোর’ সেই তালিকাটি
বিশ্বকাপে অংশ নেয়া সবচেয়ে কম দল: ৮টি (১৯৭৫-১৯৮৭ পর্যন্ত)
বিশ্বকাপে অংশ নেয়া সবচেয়ে বেশি দল: ১৬টি (২০০৭ আসরে)
বিশ্বকাপে সবচেয়ে ছোট স্টেডিয়াম: গ্রেঞ্জ ক্লাব, এডিনব্রো (দর্শক ধারণক্ষমতা- ৩ হাজার)
বিশ্বকাপে সবচেয়ে বড় স্টেডিয়াম: ইডেন গার্ডেনস, কলকাতা (দর্শক ধারণক্ষমতা ১ লাখ ২০ হাজার)
বিশ্বকাপে সবচেয়ে খাটো ক্রিকেটার: মুশফিকুর রহিম (৫ ফুট ৩ ইঞ্চি)
বিশ্বকাপে সবচেয়ে লম্বা ক্রিকেটার: মোহাম্মদ ইরফান (৭ ফুট ১ ইঞ্চি)
বিশ্বকাপে সবচেয়ে কম প্রাইজমানি: ৫ হাজার ২০০ ডলার (১৯৭৫)
বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রাইজমানি: ৩৭ লাখ ৫০ হাজার ডলার (২০১৫)
বিশ্বকাপে সবচেয়ে বেশি টানা জয়: অস্ট্রেলিয়া, ২৭টি (১৯৯৯-২০১১ পর্যন্ত)
বিশ্বকাপে সবচেয়ে বেশি টানা পরাজয়: জিম্বাবুয়ে, ১৮টি (১৯৮৩-১৯৯২ পর্যন্ত)
বিশ্বকাপে সবচেয়ে কম ছক্কা: ২৮টি (১৯৭৫)
বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা: ৪৬৩টি (২০১৫)
বিশ্বকাপে এক আসরে সবচেয়ে কম রান: মিচেল স্টার্ক, ৩ ইনিংসে ০ রান, (২০১৫))
বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রান: শচীন টেন্ডুলকার, ৬৭৩ রান (২০০৩)