পৃথিবীর অনেক মানুষই প্রার্থনা করেন তিনি যেন তার প্রিয় কাজটি করতে করতেই মৃত্যুবরণ করেন। ভারতের সাবেক রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটার রাজেশ গোজের এমন কোনো আশা ছিল কিনা জানিনা তবে ক্রিকেট পাগল এই মানুষটি মারা গেলেন ক্রিকেট খেলতে খেলতেই। ৪৬ বছর বয়সী রাজেশ দক্ষিণ গোয়ার মার্গো টাউনে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে মাঠেই পড়ে যান। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ম্যাচটির আয়োজকদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই ঘটনা ঘটার সময় ৩০ রানে ব্যাট করছিলেন রাজেশ। ননস্ট্রাইক প্রান্তে ছিলেন তিনি ঘটনার সময়। হঠাৎ করেই তিনি পিচের মাঝে পড়ে গেলে দেরি না করে সাথে সাথেই তাকে ইএসআই হাসপাতালে নেওয়া হয় যা ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দূরে। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে বলে নিশ্চিত করেন ডাক্তাররা।
ভারতের রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে ২টি ম্যাচ খেলেছেন রাজেশ। তাছাড়া ৯০এর দশকে তিনি গোয়ার হয়ে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচ খেলেছেন। ক্রিকেট ছাড়ার পরও রাজেশ ব্যাট হাতে প্রতিদিনই মাঠে নামতেন, শেখাতেন শিশু-কিশোরদের। কারণ ক্রিকেট তাঁর কাছে ছিল নেশার মতো আর তাই ক্রিকেটের সাথে লেগে থাকতে পছন্দ করতেন তিনি। দেশটির ক্রিকেটাঙ্গণে ক্রিকেটপাগল রাজেশের মৃত্যুতে শোক নেমে এসেছে।