দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চমক নিয়ে হাজির হচ্ছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস। অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে এই দলটি।
এবারই প্রথম বিপিএলের ১১তম আসরে চট্টগ্রামের হয়ে মাঠ মাতাবেন সাকিব। সরাসরি চুক্তিতে তাকে দলভুক্ত করেছে চিটাগং কিংস।
আরও পড়ুন: বিপিএল মাতাতে আসছেন অ্যালেক্স হেলস
দীর্ঘ ১১ বছর পর আটঘাট বেঁধেই মাঠে নেমেছে চিটাগং কিংস। সাকিব ছাড়াও এরই মধ্যে তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে শরিফুল ইসলাম, মঈন আলী, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উসমান খানকে।
এছাড়া সহকারী কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে জাতীয় দলের সাবেক স্পিনার এনামুল হক জুনিয়রের নাম। কোচের পাশাপাশি প্লেয়ার্স ড্রাফটেও নাম দিয়েছেন এনামুল। এছাড়া দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলীয়ান কিংবদন্তি শন টেইটকে।