চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির বিপক্ষে হারের পরের ম্যাচেই জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে চেলসিকে হারিয়ে এফ এ কাপের লড়াইয়ের শেষ আটে এক পা দিয়ে রাখল তারা।
অ্যাওয়ে ম্যাচে চেলসির মুখোমুখি হয়েছিল তারা। স্বাগতিকদের ঘরের মাঠেই ২-০ গোলের জয় তুলে নিল ম্যানইউ। রেডডেভিলসদের হয়ে এ জয়ে একটি করে গোল পেয়েছেন আন্দ্রে হেরেরা ও ফরাসি তারকা পল পগবা।
অ্যাওয়ে ম্যচে প্রথমার্ধেই দুটি গোল আদায় করে নেয় ম্যানইউ। যার প্রথমটি আসে ম্যাচের ৩১ মিনিটে। এ সময় বাঁ দিক থেকে পগবার দারুণ ক্রস গোলমুখে পেয়ে কোনাকুনি হেডে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার হেরেরা। প্রতি আক্রমণে চাপ রাখলেও, গোলের মুখ খুলতে ব্যর্থ হয় চেলসি।
৪৫ তম মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন পগবা। ডান দিক থেকে মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে হেডে স্বাগতিকদের জালে বল পাঠান পগবা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পগবার এটি ১৪তম গোল।
এফএ কাপের শেষ চারে ওঠার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। অন্যদিকে দারুণ ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি খেলবে সোয়ানসি সিটির বিপক্ষে। শেষ আটের অন্য দুই ম্যাচে ওয়াটফোর্ড-ক্রিস্টাল প্যালেস ও মিলওয়াল-ব্রাইটন মুখোমুখি হবে।