কাল রাত থেকে তামিম ইকবাল জন্মদিনের শুভেচ্ছায় ডুবে আছেন বলা যায়। সতীর্থরা তো বটেই, কোচ এবং বিভিন্ন প্রতিষ্ঠান জানাচ্ছেন শুভেচ্ছা। সাথে ভক্ত অনুরাগীর শুভেচ্ছার তো অন্ত নেই। এত্ত এত্ত শুভেচ্ছার সাথে তামিমের জন্য যুক্ত হয়েছে আইসিসি ও লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের শুভেচ্ছা পাওয়ার অসাধারণ অনুভূতি।
আজ ৩০-এ পা দেওয়া বাংলাদেশ তথা এশিয়ার এই প্রজন্মের সেরা ওপেনার তামিম ইকবালকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আইসিসি নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছে, ‘১২ হাজার ৪০০ আন্তর্জাতিক রান, ২১ আন্তর্জাতিক সেঞ্চুরি। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি ক্রিকেটের তিন সংস্করণে সেঞ্চুরি করেছেন। শুভ জন্মদিন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও তারকা ওপেনার তামিম ইকবাল!’
আইসিসির বিশ্বকাপ পেজেও তামিমকে শুভ জন্মদিন জানিয়ে পোস্ট দিয়েছে তারা। ২০০৭ সালে ১৭ বছর বয়সে ইন্ডিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে ৫১ রান করে দলকে জিতিয়েছিলেন তামিম। সেই মধুর স্মৃতির ভিডিও শেয়ার করেছে তারা। ভিডিওতে দেখা যায় ওপেনার জহির খান-মুনাফ প্যাটেলকে ডাউন দ্য উইকেটে উড়িয়ে মারছেন তামিম, সেই আইকনিক দৃশ্য।
২০১০ সালের ভিডিও পোস্ট করে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড তাদের ফেসবুক পেজে তামিমকে শুভেচ্ছা জানিয়েছে। লর্ডসে বাংলাদেশের হয়ে প্রথম ও একমাত্র সেঞ্চুরি করে তামিম যে বিখ্যাত উদ্যাপন করেছিলেন সেই ভিডিও পোস্ট করেছে তারা।
১৯৮৯ সালের ২০ মার্চ চট্টগ্রামের এক ক্রিকেট-ঘনিষ্ঠ পরিবারে জন্ম নেওয়া তামিমের চাচা আকরাম খান ও নাফিস ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান ভাতিজাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমাদের পরিবারের আজ একটা আনন্দের দিন। সে শুধু আমাদের পরিবারের নয়, সারা বাংলাদেশের। দোয়া করি ও আরও অনেক দূর যাক।’