অভিমান করে অনেকটা হুট করেই অবসরের ঘোষণা দিয়ে বসেন আর্জেন্টিনার জাতীয় দলের তথা বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম লিওনেল মেসি। মেসির সেই অবসরের সিদ্ধান্তটা ছিলো সাময়িক। আবারো ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে রাখেন তিনি যা ছিল শুধুমাত্র গত বছরের জন্য।
তবে ফুটবলপাড়ায় যে গুঞ্জন শোনা যাচ্ছে তা সত্যি হলে এই বছরেই আর্জেন্টিনার হয়ে আবারও মাঠে নামতে যাচ্ছেন মেসি। আর আগামী ২৬শে মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া জার্মানির বিরুদ্ধে সেই প্রীতি ম্যাচে লিওনেল মেসির খেলাটাই যুক্তিসঙ্গত। কারণ, কোপা আমেরিকা শুরুর আগে এটাই হবে আর্জেন্টিনার হয়ে মেসির সবচেয়ে বড় প্রস্তুতি।
এখন দেখার বিষয় হলো মেসির গায়ে আবারো আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি ওঠে কিনা এবং তিনি আর্জেন্টিনার হয়ে মাঠে নামেন কিনা। বিষয়টি নিশ্চিত হতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন পর্যন্ত। মেসিকে আবারো জাতীয় দলের জার্সিতে দেখতে চাওয়ার জন্য লক্ষ্য কোটি ফুটবল ভক্তের প্রার্থনা কি বৃথা যাবে! নাকি ভক্তদের ভালোবাসায় গলে গিয়ে আবারো নিজের জাদুকরী কারিকুলাম দেখাবেন তিনি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে।