এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল।
এবার শেষ ম্যাচে ২ রানে অলআউট করে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের টাইগ্রেসরা। তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
জিম্বাবুয়েকে ৭২ রানে অলআউট করার ম্যাচে ঘূর্ণি জাদু দেখিয়েছেন নাহিদা আক্তার। ১০ ওভার বল করে ৪ মেডেনসহ ২১ রান দিয়ে তিনি নিয়েছেন ৫টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন ফারিহা তৃষ্ণা।
তাদের বোলিং তোপে ২৭.২ ওভারে ৭২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। তাদের হয়ে শার্নি মায়ার্স সর্বোচ্চ ৩৯ রান করেন। ৬১ বলে ৪টি চারে এই রান করেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ৩২ রানে ১ম, ৬৪ রানে ২য় ও ৭০ রানে ৩য় উইকেট হারায় বাংলাদেশ। আউট হন নুজহাত তাসনিয়া, নিগার সুলতানা ও শবনম মুস্তারি। উদ্বোধনী ব্যাটার মুর্শিদা খাতুন ৫ চারে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
জিম্বাবুয়ে নারী দল: ৭২/১০ (২৭.২ ওভার)
(মায়ার্স ৩৯; নাহিদা ৫/২১, রুমানা ২/৭)
বাংলাদেশ নারী দল: ৭৪/৩ (১৮.২ ওভার)
(মুর্শিদা ৩৯*; এমবোফানা ১/১২)