বুধবার বাংলাদেশে বিপিএলের ষষ্ঠ আসরে দিনের প্রথম খেলার দুপুর ১২.৩০ মিনিটে মাঠে নামছে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস। এই ম্যাচে সিলেট টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
সিলেট আজ আসরে তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। প্রথম ম্যাচে তারা কুমিল্লার কাছে হেরে আসর শুরু করেছিল। তাই আজ তাদের লক্ষ্যই থাকবে প্রথম জয় তুলে নেওয়ার। জয় পেতে আজ তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে বড় রানের ইনিংস খেলতে হবে।
এদিকে সিলেটের মতো আজ চিটাগং আসরে তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। প্রথম ম্যাচে তারা মাশরাফির রংপুরকে হরিয়ে শুভ সূচনা করেছে। সেই ধারাবাহিকতা আজও তারা ধরে রাখতে চাইবে। এই ম্যাচে আশরাফুলের উপর সকলের বাড়তি নজর থাকবে। প্রথম ম্যাচে তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। রংপুরের বিপক্ষে মাত্র ৫ বল থেকে ৩ রান করে আউট হয়েছিলেন।