বিপিএলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচে রংপুর টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।
প্রথম দেখায় রংপুরের সঙ্গে বেশ লড়াই করেছিল খুলনা। রংপুরের ছুড়ে দেওয়া ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে খুলনা করেছিল ১৬১ রান। তাই আজ রংপুরের বিপক্ষে খুলনার প্রতিশোধের লড়াই।
বর্তমানে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রাইডার্স। তবে অন্যদিকে খুলনা টাইটান্সের অবস্থা আরো নাজুক। সাত ম্যাচে মাঠে নেমে তাদের জয় মাত্র একটিতে। হেরেছে ছয়টিতে। এবারের আসর থেকে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে।
রংপুরের হয়ে চলতি আসরে দুর্দান্ত ফর্মে রাইলি রুশো। এবি ডি ভিলিয়ার্সের অন্তর্ভুক্তি মাশরাফিদেরকে আরো শক্তিশালী করেছে। ক্রিস গেইলের ব্যাটে রান খরা থাকলেও, যে কোন সময় জ্বলে ওঠবেন বলে বিশ্বাসী সতীর্থরা।
রংপুর রাইডার্স: মশারাফি মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (উইক), নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো।
খুলনা টাইটানস: মাহমুদুল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, আল আমিন, ডেভিড উইসি, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, সুবাশিস রায়, জুনাইদ খান।