বিপিএলে ষষ্ঠ আসরের ১৩তম ম্যাচে আজ দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। এই ম্যাচে রংপুর টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।
চলতি আসরে রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচে হারার পর টানা দুই ম্যাচে জয় তুলে নেয়। তবে শেষ ম্যাচে তারা ঢাকা ডায়নামাইটসের কাছে হার মেনেছে। চার ম্যাচের ২টিতে জিতে ও ২টিতে হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা।
অন্যদিকে রাজশাহী কিংস তিন ম্যাচে মাঠে নেমে জয় পেয়েছে মাত্র ১টিতে। তাদের একমাত্র জয়টি এসেছে খুলনা টাইটান্সের বিপক্ষে। আর তাই আজ রাজশাহীর প্রধান লক্ষ্য হবে রংপুরকে হারিয়ে লড়াইয়ে ভালোভাবে টিকে থাকা।