নাগপুরে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে বিরাট কোহলির ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অসি অধিনায়ক। আজকের ম্যাচে অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তনের বিপরিতে প্রথম ওয়ানডের দল নিয়েই মাঠে নেমেছে ভারত। অস্ট্রেলিয়া দলে আজ দুজন স্পিনারকে জায়গা দেওয়া হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে দলে এসেছেন শন মার্শ ও ন্যাথান লায়ন। এদিকে তাদের জায়গায় দল থেকে বাদ পড়েছেন অষ্টন টার্নার ও জেসন বেহেরনডর্ফ।
দুই দলের একাদশ
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহম্মদ শামি, ও জসপ্রিত বুমরা
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খোয়াজা, মার্কাস স্টইনিস, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, অ্যালেক্স কেরি, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, ও ন্যাথান লায়ন।