আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনাল। মুখোমুখি রংপুর বিভাগ ও ঢাকা মহানগর। এছাড়াও টিভিতে বেশ কিছু রোমাঞ্চকর খেলা রয়েছে। খেলাগুলো কোন কোন চ্যানেলে এবং বাংলাদেশ সময় কখন লাইভ দেখা যাবে পাঠকদের তা জানাতেই আমাদের এই প্রতিদিনের আয়োজন “টিভিতে আজকের খেলা”। বিডি স্পোর্টস নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।
চলুন একনজরে দেখে নিই টিভি পর্দায় আজকের খেলাগুলোর সূচি-
ক্রিকেট
জাতীয় লিগ টি-২০
ফাইনাল
রংপুর- ঢাকা মহানগর
দুপুর সাড়ে ১২টা
টি স্পোর্টস
আরও পড়ুন: ২ মাস আগেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ইংল্যান্ডের
নারী ওয়ানডে
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
দুপুর ২টা
স্পোর্টস ১৮-১
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
হাইলাইটস শো
বিকেল ৫-৩০ মিনিট
সনি স্পোর্টস ২