আজ সোমবার (২৮ অক্টোবর) জাতীয় ক্রিকেট লিগে আছে চারটি ম্যাচ। মেয়েদের বিগ ব্যাশ লিগ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ। এছাড়াও টিভিতে বেশ কিছু রোমাঞ্চকর খেলা রয়েছে। খেলাগুলো কোন কোন চ্যানেলে এবং বাংলাদেশ সময় কখন লাইভ দেখা যাবে পাঠকদের তা জানাতেই আমাদের এই প্রতিদিনের আয়োজন “টিভিতে আজকের খেলা”। বিডি স্পোর্টস নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।
চলুন একনজরে দেখে নিই টিভি পর্দায় আজকের খেলাগুলোর সূচি-
আরও পড়ুন: ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
ক্রিকেট
জাতীয় ক্রিকেট লিগ
রংপুর বিভাগ-ঢাকা বিভাগ
সকাল ১০টা
বিসিবি ইউটিউব চ্যানেল
খুলনা বিভাগ-বরিশাল বিভাগ
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল
চট্টগ্রাম বিভাগ-সিলেট বিভাগ
সকাল ১০টা
বিসিবি ইউটিউব চ্যানেল
রাজশাহী বিভাগ-ঢাকা মহানগর
সকাল ১০টা
বিসিবি ইউটিউব চ্যানেল
আরও পড়ুন: ফুটবলে আধুনিকতার ছোঁয়া দিতে চান তাবিথ
মেয়েদের বিগ ব্যাশ লিগ
হোবার্ট হারিকেন্স-সিডনি থান্ডার
দুপুর ১–১০ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুটবল
লা লিগা
মায়োর্কা-বিলবাও
রাত ২টা
জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট