বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে দীর্ঘ এক দশক পর বোর্ডার-গাভাস্কার ট্রাফির শিরোপা পুনরুদ্ধার করল প্যাট কামিন্সের দল।
অন্যদিকে, সেঞ্চুরিয়ন টেস্টে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে প্রথম দল হিসেবে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় প্রোটিয়ারা। অতএব, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজিদের মুখোমুখি হবে প্রোটিয়ারা।
আরও পড়ুন: ১৭ বছর পর এক ম্যাচে একজনেরই ৬ গোল!
প্রসঙ্গত, আগামী ১১-১৫ জুন অনুষ্ঠিতব্য ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া।