ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আরও তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ১৯ মার্চ শুরু হয়ে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা আর শেষ হবে ২৬ মার্চ।
ডিপিএলের ওয়ানডে সংস্করণের প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও ভেন্যু হিসেবে রয়েছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠ।
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৯ মার্চ ২০১৯ | আবাহনী লিমিটেড বনাম শাইনপুকুর | ফতুল্লা |
১৯ মার্চ ২০১৯ | শেখ জামাল বনাম প্রাইম ব্যাংক | বিকেএসপি |
১৯ মার্চ ২০১৯ | রূপগঞ্জ বনাম মোহামেডান | মিরপুর |
২০ মার্চ ২০১৯ | প্রাইম দোলেশ্বর বনাম গাজী গ্রুপ | মিরপুর |
২০ মার্চ ২০১৯ | খেলাঘর বনাম বিকেএসপি | ফতুল্লা |
২০ মার্চ ২০১৯ | ব্রাদার্স ইউনিয়ন বনাম উত্তরা স্পোর্টিং | বিকেএসপি |
২২ মার্চ ২০১৯ | আবাহনী লিমিটেড বনাম প্রাইম ব্যাংক | ফতুল্লা |
২২ মার্চ ২০১৯ | শেখ জামাল বনাম মোহামেডান | বিকেএসপি |
২২ মার্চ ২০১৯ | রূপগঞ্জ বনাম গাজী গ্রুপ | মিরপুর |
২৩ মার্চ ২০১৯ | প্রাইম দোলেশ্বর বনাম খেলাঘর | বিকেএসপি |
২৩ মার্চ ২০১৯ | শাইনপুকুর বনাম উত্তরা স্পোর্টিং | ফতুল্লা |
২৩ মার্চ ২০১৯ | ব্রাদার্স ইউনিয়ন বনাম বিকেএসপি | মিরপুর |
২৫ মার্চ ২০১৯ | আবাহনী লিমিটেড বনাম মোহামেডান | মিরপুর |
২৫ মার্চ ২০১৯ | শেখ জামাল বনাম গাজী গ্রুপ | ফতুল্লা |
২৫ মার্চ ২০১৯ | রূপগঞ্জ বনাম খেলাঘর | বিকেএসপি |
২৬ মার্চ ২০১৯ | প্রাইম দোলেশ্বর বনাম বিকেএসপি | ফতুল্লা |
২৬ মার্চ ২০১৯ | শাইনপুকুর বনাম ব্রাদার্স ইউনিয়ন | বিকেএসপি |
২৬ মার্চ ২০১৯ | প্রাইম ব্যাংক বনাম উত্তরা | মিরপুর |
প্রসঙ্গত, গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ডিপিএলের চলতি আসরেও প্রথম তিন রাউন্ড শেষে শীর্ষে রয়েছে। আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবও সমান তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।