সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন হার্দিক পান্ডে। অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন বিতর্কের মধ্যে জড়িয়ে দল থেকে বাদ পড়েন ভারতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার হার্দিক পান্ডে। তবে আসন্ন বিশ্বকাপের কথাকে মাথায় রেখে, সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফের দলে সুযোগ দেওয়া হয় তাকে।
পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি। ২২ বলে ৪৫ রান। তবে এই রান করার সময় পরপর তিনটি ছয় মারেন তিনি। অর্থাত্ ছয়ের হ্যাটট্রিক। ৪৭ ওভারে নিউজিল্যান্ডের স্পিনার টড অ্যাস্টেলের বলে এই কাণ্ড ঘটান তিনি।
এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, পাকিস্তানের শাহদাব খান এবং ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে এই কৃতিত্ব করেছিলেন হার্দিক।
একদিনের ক্রিকেটে এই নিয়ে চতুর্থবার এমনটা করেন হার্দিক। দ্বিতীয় ক্রিকেটার হিসাবে। এর আগে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এই কৃতিত্ব গড়েছেন।
পান্ডের প্রশংসায় ভারতীয় প্রাক্তন ক্রিকেটার গাভাস্কার বলেছেন, ‘পান্ডে কিন্তু ওকে মরিয়া শট নিতে দেখিনি। খুব ভেবেচিন্তে খেলেছে। ওর অনবদ্য ইনিংস খুবই তৃপ্তি দিয়েছে। ড্রেসিংরুমের মুডটাই পাল্টে দিয়েছে ও।’
পান্ডিয়ার ইনিংস দেখে তাকে ব্যাটিং অর্ডারের ওপরে তুলতেও আপত্তি নেই গাভাস্কারের, ‘শেষ ১০ ওভার নয়, যদি কখনও কখনও ১৫ ওভারের মতো খেলার সুযোগ পায় ও, সেক্ষেত্রে অতিরিক্ত ৫ ওভারে আরও ২৫ বা ৪৫ রানও উঠতে পারে।’