নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় দল টালমাটাল তামিম ইকবাল তখন যেন একমাত্র নায়ক। বাংলাদেশ দলের প্রথম ইনিংসের সেরা এবং একমাত্র ব্যাটসম্যানও ছিলেন তিনিই। তামিমকে নিয়েই এবার মুখ খুললেন নিউজিল্যান্ডের টেস্ট স্পেশালিস্ট বলার নেইল ওয়াগনার।
তামিম প্রসঙ্গে তিনি বলেন, ‘তামিম বেশ কিছু ভালো শট খেলেছিল। যার ফলে আমরা আমাদের পরিকল্পনায় পরিবর্তন এনে তাকে বেশ কিছু ডট দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু, সে আমাদের উপর অনেক বেশিই চাপ সৃষ্টি করেছিল। আমরা তাকে স্ট্রাইকে না দেওয়ার উপায় খুঁজছিলাম এবং আমরা তা করে সফল হয়েছি।’
যদিও ওয়াগনার নয় তামিমকে আউট করেছেন আরেক কিউই বোলার গ্রান্ডহোম। কিন্তু, টাইগারদের ২৩৪ রানে প্যাকেট করার জন্য যদি কাওকে দায়ী করা হয় তাহলে তিনি ওয়াগনার। কারণ ১৬.২ ওভার বোলিং করে ২.৮৭ ইকোনোমিতে মাত্র ৪৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশ দলকে ধ্বসিয়ে দিয়েছিলেন তিনি।
ব্যাট হাতে দুর্দান্ত খেলা বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল এখনো পর্যন্ত পেলেননা কোনো সঠিক সঙ্গী। তামিম তার টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন এদিন। ১২৮ বলে ১২৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। দলের হয়ে একাই লড়েছেন তামিম।
১২৮ বলে ৯৮.৪৩ স্ট্রাইক রেটে ১২৬ রান করার পথে তামিম হাঁকিয়েছেন ২১ চার আর ১ ছয়। রান দেখে মনে হবে, হ্যামিল্টনের স্নিগ্ধ আবহাওয়ায় বুঝি ঝড় তুলেছেন বাংলাদেশ ওপেনার! ৩৭ বলে ফিফটি করছেন, আর ১০০ বলে করেছেন সেঞ্চুরি।