22.7 C
New York
Thursday, November 7, 2024

Buy now

তাসকিনের বিপরীতে ওয়ানডেতে শফিউল, টেস্টে ইবাদত

প্রায় ১৫ মাস দলের বাইরে থাকার পর নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন তাসিকন আহমেদ। তবে ইনজুরির কারণে ঘোষিত ওয়ানডে ও টেস্ট দল থেকে শেষ মূহুর্তে বাদ পড়েছেন। তাই তার জায়গায় কে দলে জায়গা পাচ্ছেন সেটিই সকলেই আলোচনার বিষয় ছিল। বিসিবি থেকে ঘোষণা আসল তাসকিনের পরিবর্তে ওয়ানডে দলে শফিউল এবং টেস্টে দলে সুযোগ পাচ্ছেন এবাদত হোসেন। আজ বিসিবির তরফ থেকে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

চলতি বিপিএল আসরে সিলেট সিক্সারের হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে দিলে ফিরেছিলেন তাসকিন আহমেদ। তবে শেষ ম্যাচে গোঁড়ালির ইনজুরিতে পড়েন তিনি। প্রথমে ধারণা করা হচ্ছিল ওয়ানডে দলে খেলতে না পারলেও টেস্ট সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন। তবে এমআরআই রিপোর্ট দেখে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানান তাসকিনের সুস্থ হতে ৫/৬ সপ্তাহ সময় লাগবে।

এদিকে তাসকিনের জায়গায় ওয়ানডে দলে জায়গা পাওয়া শফিউল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট।

তাসকিনের জায়গায় টেস্ট স্কোয়োর্ডে জায়গা পাওয়া এবাদাত হোসেন উঠে আসেন পেসার হান্ট থেকে। চলতি বিপিএল আসনে তিনিও খেলেছিলেন সিলেট স্কোয়ার্ডে। আসরের শেষ ম্যাচে ১৭ রানে নিয়েছিলেন ৪ উইকেট। চলতি বিপিএল আসরে ৪ ম্যাচে নেন মোট ৫ উইকেট। ১৪০ গতিতে বোলিং করতে পারার কারনেই তিনি নিউজিল্যান্ডের টেস্ট দলে জায়গা পেয়েছেন।

নিউজিল্যান্ডে সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি হবে রঙিন পোশাকের তিন ম্যাচ। পরে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

ওয়ানডে দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম।

টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন চৌধুরী।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles