আগামীকাল বৃহস্পতিবার ভোর চারটায় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সাকিব, মুশফিক, তাসকিনরা না থাকায় এই ম্যাচে টাইগারদের একাদশ কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।
মুস্তাফিজকেও বিশ্বকাপের জন্য প্রথম ম্যাচে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যেহেতু নিউজিল্যান্ডের মাঠ পেস নির্ভর তাই আগে সকলের ধারণা ছিল চার পেসার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল। তবে, মুস্তাফিজকে বিশ্রাম দেয়াই চার পেসার খেলানোর সম্ভাবনা থাকছেনা।
আগামীকাল বাংলাদেশের একাদশে যে তিন পেসার থাকবেন তারা হলেন আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।
তবে তাইজুলকে দলে আনা হয়েছে মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে। তাইজুল ইসলাম থাকবেন স্পেশালিষ্ট স্পিনার হিসেবে। ২৩ টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা ৯৭। আর মাত্র ৩টি উইকেট পেলেই সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিকের পর টেস্ট ফরম্যাটে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি করবেন তাইজুল। তাহলে বাংলাদেশ দলে খেলানো হচ্ছে ৩ পেসার ও ২ স্পিনারকে। অন্য স্পিনার হলেন মেহেদী হাসান মিরাজ।