সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করে তাক লাগিয়ে দিলেন জনপ্রিয় ক্রিকেট তারকা রশিদ খান। তবে মজার বিষয় হলো বিয়ের পিঁড়িতে তিনি একা বসেননি, সঙ্গে ছিল তার তিন ভাইও।
গত বৃস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে তিন সহোদরকে নিয়ে একসঙ্গে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন আফগান এ লেগস্পিনার।
রশিদের সঙ্গে একই অনুষ্ঠানে বিয়ে করা অন্য তিন ভাই হলেন- আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পশতুন রীতি বিয়ে করেছেন তারা। তবে চার ভাইয়ের কেউই পাত্রীর নাম প্রকাশ করেননি।
আরও পড়ুন: মিরাজের কাছ থেকে ব্যাট উপহার পেলেন কোহলি
বিয়ের অনুষ্ঠানে সতীর্থ ও ক্রিকেট বোর্ডের অনেককে আমন্ত্রণ জানান রশিদ। অনুষ্ঠানে উপস্থিত হন- রশিদের জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান। এছাড়া আরও অনেক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
রশিদের বিয়ের সময় ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলের বাইরে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অস্ত্র নিয়ে হোটেলের বাইরে অবস্থান করছেন প্রহরীরা।