সাকিব আল হাসান চোটে পড়ায় অনেক দিন পর নতুন করে দলে ডাক পেয়েছিলেন আব্দুর রাজ্জাক। তবে সে ফেরা তার জন্য খুব একটা সুখের হল না।কারণ চট্টগ্রাম টেস্টে রাজ্জাককে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ দল।
সকালে হাসিমুখে সানজামুল ইসলামকে অভিষেক টুপি পরিয়ে দিলেন আবদুর রাজ্জাক। মুখের হাসিটা দেখা গেলেও তাঁর হৃদয়ের রক্তক্ষরণটা বোঝার উপায় নেই।
তাছাড়া, আরো জানা গেলো যে , চট্টগ্রাম টেস্টে তো রাজ্জাক নেই-ই। পরের টেস্টের স্কোয়াডেও রাজ্জাককে রাখা হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক শীর্ষ কর্তা বলেছেন, ‘সাকিবের বিকল্প খুঁজতে ওকে একটু দেখতে চেয়েছি। সবকিছু মিলিয়ে তার চেয়ে সানজামুলকেই ভালো মনে হয়েছে। দু-এক দিনের মধ্যে ১৪ জন রেখে ওর সঙ্গে আরেকজনকে ছেড়ে দেওয়া হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষেই যখন আবারও ফেরার আশা করেছিলেন রাজ্জাক, সেখানেই জন্ম আরেক বিয়োগান্ত নাটকের। ব্যাপারটা সত্যিই অমানবিক।