তামিম ইকবালের সেঞ্চুরির পরও হ্যামিলটন টেস্টে ব্যর্থ বাংলাদেশ। অলআউট হয়েছে ২৩৪ রানে। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতায় হতাশ তামিম ইকবাল।
নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম অনিক ও তামিম ইকবালের ব্যাটে ভালো সূচনা পায় বাংলাদেশ।দলীয় ৫৭ রানে সাদমান বিদায় নেন। যেখানে ওয়ানডে সিরিজে প্রথম ১০ ওভারেই ৩/৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই জায়গা থেকে কিছুটা উত্তরণ আজকের ম্যাচে থাকলেও মিডল অর্ডার ও লোয়ার ডিমল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ইনিংসে বড় স্কোর দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। সকলেই উইকেট বিলিয়ে এসেছেন।
দিনশেষে ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘সত্যি করে বলতে এমন একটি শুরু ছিল আমাদের জন্য স্বপ্নের মতো। বিশেষ করে এমন সবুজ উইকেটে আমরা সাধারণত শুরুর দিকে দুই-তিনটি উইকেট হারিয়ে ফেলি। সবাই জানে এরপর কি হয়। তবে এমন একটি দুর্দান্ত শুরুর পর সেটা ধরে রাখতে না পারা হতাশার। আমি সেঞ্চুরি করেছি বলেই নয়, ড্রেসিংরুমের সবাই খুব হতাশ।’
এদিকে উইকেটের চরিত্র কেমন ছিল? এটা কি ব্যাটসম্যানদের ব্যাট করার জন্য খুবই কঠিন ছিল এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘আমার মনে হয়, এটা বেশ ভালো উইকেট ছিল। এটা সবুজ কিন্তু খুব বেশি ঝামেলা করেনি। আমাদের অবশ্যই আরও রান করা উচিত ছিল। দিনশেষে আসলে দোষটা আমাদেরই। আমি মনে করি যদি সারাদিন আমরা ভালো ব্যাটিং করতে পারতাম, তবে ৩৫০ বা ৪০০ করা যেতো। তেমন হলে সেটা লড়াকু পুঁজিই হতো।’
উইকেট হারানোর পেছনে নিউজিল্যান্ডের বোলারদের চেয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের দুষেছেন তামিম। তিনি বলেন, ‘‘উইকেটে আহামরি ওই রকম কিছু হচ্ছিল না। ওরা ভালো বল করছিল প্যাসেজে। কিন্তু আমাদের আউট গুলো যদি দেখেন, খুব ভালো বলে কিন্তু আমরা আউট হইনি। ওদের যে পরিকল্পনা ছিল আমরা সেই পরিকল্পনা সফল করে দিয়েছি। নিজেরা ভুল শটে আউট হয়েছি।’’