এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে দীর্ঘ ১৬ মাস মাঠের বাইরে ছিলেন বাংলাদেশি পেসার এবাদত হোসেন চৌধুরী। এই ইনজুরির কারণে গতবার ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। তবে খুশির খবর হচ্ছে ফের মাঠে ফিরছেন তিনি। এই টাইগার পেসার নিজেই জানিয়েছেন তার মাঠে ফেরার খবর।
শনিবার (৯ নভেম্বর) দীর্ঘ সময় পর ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে এবাদত হোসেনের। শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক থেকে মাঠে ফেরার সুখবর জানান এবাদত।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)
সেই পোস্টে তিনি লিখেছেন, ‘১৬ মাস পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার ক্রিকেটে যাত্রা শুরু করছি। আমি আমার পরিবার-বন্ধু এবং যারা আমাকে যাত্রায় সাহায্য করেছেন এবং আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে, বিসিবির ফিজিও/ প্রশিক্ষক ও বিসিবি কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দোয়া করবেন সবাই।’
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ২০টি টেস্ট খেলে ৪২ উইকেট শিকার করেছেন এবাদত। ওয়ানডেও খেলেছেন ১২টি। তাতে শিকার করেছেন ২২ উইকেট। শিকারের তালিকায় আছে ৪ টি-টোয়েন্টিতে ৭টি উইকেটও।