প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে কিউই দুই ওপেনার জিত রাভাল ও টম ল্যাথামের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে নিউজিল্যান্ড। রাভাল তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আর ল্যাথাম ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩৬৫ রান। ক্রিজে উইলিয়ামসন ৫৬ এবং এবং হেনরি নিকোল ১০ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে থেকে ১৩৬ রানের লিড নিয়ে তারা এগিয়ে যাচ্ছে।
আগের দিন ৮৬ রানে কোনও উইকেট না হারানো নিউজিল্যান্ড রাভাল ও ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে উদ্বোধনী জুটিতে রেকর্ড ২৫৪ রান করেন। যা বাংলাদেশের বিপক্ষে টেস্টের উদ্বোধনী জুটিতে এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ। উদ্ধোধনী জুটিতে প্রথম আঘাত আনের অধিনায়ক মাহমুদুল্লাহ। ১৩২ রানে তিনি রাভালকে বিদায় করেন।
দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনের সঙ্গে নতুন জুটি গড়ে তোলেন ল্যাথাম। ৮১ রানের জুটির পর ল্যাথামকে বিদায় করেন সৌম্য। এর ক্রিজে তৃতীয়ে উইকেটে ব্যাট করতে আসা টেইলর ১৯ ভল থেকে ৪ রান করে সৌম্যর দ্বিতীয় শিকারে পরিণত হন।