ওয়ানডে সিরিজ জিতে নেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে মাঠে নামছে ভারত। ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১ টায় শুরু হবে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস টু, স্টার স্পোর্টস টু এইচডি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাচে ভারত তাদের খেলা শেষ পাঁচটির চারটিতে জিতেছে। অন্যদিকে নিউজিল্যান্ড জয় পেয়েছে মাত্র একটিতে। তার আবার চার ম্যাচ আগে। তাই আজ ভারতের বিপক্ষে তাদের লড়াইটা কঠিন হবে।
নিউজিল্যান্ড দলে আজ গাপটিলের অনুপস্থিতিতে উইলিয়ামসন-কলিন মুনরোর সঙ্গে উদ্ধোধনী জুটিতে ব্যাট করতে নাববেন। ওপেন করতে নেমে শেষ ম্যাচে তিনি ২৭ বল থেকে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, ঋষভ পান্থ, দিনেশ কার্তিক, এমএস ধোনি (উইকিপিডিয়া), হার্ডিক পান্ডে, ক্রুনাল পান্ডিয়া / কেদার জাদব, ভূবনেশ্বর কুমার, খালেদ আহমেদ, যজুবেন্দ্র চাহাল / কুলদীপ যাদব।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: কেনি উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, টিম সেফার্ট (উইকেটরক্ষক), রস টেইলর, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, স্কট কুগলেজিন, ডগ ব্রেসওয়েল, লকি ফার্গুসন / টিম সাউদি, ইশ সোধী