অনেকটা ম্যাজম্যাজে শুরু হলেও বিপিএলের জৌলুস ফিরে এসেছে অনেকটাই। স্মিথ, ওয়ার্নারের মতো তারকা ব্যাটসম্যান বিদায় নিলেও এবিডি ভিলিয়ার্সের মতো মহা তারকারা যোগ দিয়েছেন বিপিএলে। ম্যাচগুলো জমে উঠেছে অনেকটাই, মাঠে দর্শকের আনাগোনাও বেড়েছে। খুলনা আর সিলেটের অবস্থা অতটা ভালো না হলেও শেষ চারের দৌড় থেকে এখনো ছিটকে পড়েনি কোনো দলই।
ঢাকা পর্বে ঢাকা ডায়নামাইটসের একক আধিপত্য থাকলেও এখন রাজ করছে চিটাগং ভাইকিংস। ঢাকার ১০ পয়েন্টকে পেছনে ফেলে চিটাগাং ১ নম্বরে উঠে এসেছে ১২ পয়েন্ট নিয়ে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রাজশাহী কিংস আর রংপুর রাইডার্স এর মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই। কুমিল্লার ১০ পয়েন্টের বিপরীতে রাজশাহী রংপুরের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট করে।
এমতবস্থায় আজ ২৫ জানুয়ারী শুক্রবার বিপিএলের চতুর্থ পর্ব শুরু হতে যাচ্ছে চট্টগ্রামে। ৩০ জানুয়ারী পর্যন্ত এই ছয় দিনের মধ্যে ১ দিনের বিশ্রাম বাদে বন্দরনগরী চট্টগ্রামে বাকি ৫ দিনে মাঠে গড়াবে ১০ টি ম্যাচ।
চট্টগ্রাম পর্বের সূচি:
২৫ জানুয়ারি, শুক্রবার
~~~~~~~~~~~~~~~~~~~
সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস দুপুর-২.০০ মিনিট
চিটাগং ভাইকিংস-রংপুর রাইডার্স সন্ধ্যা-৭.০০ মিনিট
২৬ জানুয়ারি, শনিবার
~~~~~~~~~~~~~
সিলেট সিক্সার্স-খুলনা টাইটানস দুপুর-১.৩০ মিনিট
চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস সন্ধ্যা-৬.৩০ মিনিট
২৮ জানুয়ারি, সোমবার
~~~~~~~~~~~~~~~~~~~
খুলনা টাইটান্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস দুপুর-১.৩০ মিনিট
ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স সন্ধ্যা-৬.৩০ মিনিট
২৯ জানুয়ারি, মঙ্গলবার
~~~~~~~~~~~~~~~~
চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুপুর-১.৩০ মিনিট
রংপুর রাইডার্স-রাজশাহী কিংস সন্ধ্যা-৬.৩০ মিনিট
৩০ জানুয়ারি, বুধবার
~~~~~~~~~~~~~~
চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস দুপুর-১.৩০ মিনিট
সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস সন্ধ্যা-৬.৩০ মিনিট