একদিনের বিরতি দিয়ে আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস, দ্বিতীয় ম্যাচে লড়বে খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ দিনের প্রথম ম্যাচ শুরু হবে অন্য দিনের চেয়ে আধা ঘণ্টা দেরিতে দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভশন ও গাজী টিভি।
আজ ঢাকা ডায়নামাইটসের জয়ে ফেরার লড়াই। শেষ ম্যাচে তারা রাজশাহীর বিপক্ষে ১৩৭ রান তাড়া করতে নেমে ২০ রানে হেরে যায়। তবে এদিক থেকে তাদের আজকের প্রতিপক্ষ সিলেট আছে স্বস্থিতে। শেষ ম্যাচে ওয়ার্নার ও লিটনের ঝড়ো ফিফটিতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়েছিল তারা।
রাতের ম্যাচে মাঠে নামা দল দুটিও শেষ ম্যাচে জয় পেয়েছে। নিজেদের শেষ ম্যাচ খুলনা ২৫ রানে রাজশাহীকে হারিয়ে চলতি আসরের প্রথম জয় তুলে নিয়েছিল। আর সিলেটকে ৬৮ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল কুমিল্লা।