দীর্ঘ ১৮ বছর পর জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রাণ ফিরে পেলো বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়াম। আওয়ামী সরকারের রোষানলে নিথর হয়ে পড়েছিল দেশের অন্যতম এ আন্তর্জাতিক স্টেডিয়াম।
২০০৬ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ের শেষ আন্তর্জাতিক খেলা হয় স্টেডিয়ামটিতে। এরপর আর উৎসবমুখর কোনো খেলা হয়নি। নতুন সরকার দেশের দায়িত্ব পাওয়ার পর বগুড়াবাসী আবারও স্বপ্ন দেখে শহীদ চান্দু স্টেডিয়ামকে ঘিরে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর)
রোববার (১০ নভেম্বর) সেই স্বপ্ন পূরণ হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে। এদিন হাজারো ক্রিকেটপ্রেমী খেলাটি প্রাণভরে উপভোগ করেছে। স্বপ্নের এই স্টেডিয়ামের জংধরা গ্যালারি আবারও ধারণ করলো উত্তরের ক্রিকেটপ্রেমীদের।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজশাহী সবুজ দলকে ৩৪ রানে হারিয়েছে রাজশাহী লাল দল। শহিদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করে লাল দলের ছুড়ে দেওয়া ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় সবুজ দল।
আরও পড়ুন: শান্তকে ছাড়াই শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ
এর আগে, বেলা ১১টায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক টুর্নামেন্টের উদ্বোধন করেন।