শনিবার নিউজিল্যান্ড স্থানীয় সময় সকাল ১২ টায় ক্রাইস্টাচার্চ বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউজিল্যান্ড ত্যাগ করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। মোট ১৯ সদস্যের দল আজ রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সময় রাত ১০.৪০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। মাহমুদউল্লাহর সংবাদ সম্মেলনে একটু দেরি হওয়ায় প্রাণে বেঁচে যান বাংলাদেশ ক্রিকেটাররা। তারা মসজিদে প্রবেশের ঠিক আগেই গোলাগুলি শুরু হওয়ায় বিপদ হয়নি। পরে সেখান থেকে স্টেডিয়াম হয়ে সবাই নিরাপদে হোটেলে ফিরে যান।
পরবর্তীতে দুই বোর্ডের সিদ্ধান্তে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট বাতিল করা হয়। আজ শনিবার ক্রাইস্টচার্চে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।