আগামীকাল ২৮ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় ভোর ৪ টায় নিউজিল্যান্ডের হ্যামিলটনে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে তিন ম্যাচের ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে তারা।
এদিকে বাংলাদেশ দল ওয়ানডে সিরিজ হারলেও টেস্ট সিরিজ নিয়ে খুবই সতর্ক অবস্থানে আছে। তবে দুঃখের বিষয়ে হলো এই ম্যাচের একাদশে থাকছেন না পেসার মোস্তাফিজুর রহমান।
আর এমনটিই জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মূলত বিশ্বকাপের আগে মোস্তাফিজের শারীরিক ধকল যাতে কম হয় সেই বিবেচনায় মোস্তাফিজকে প্রথম টেস্টের একাদশে না খেলানোর চিন্তা করছে টিম ম্যানেজম্যান্ট।
আর তাই মুস্তাফিজের বদলে একাদশে থাকবেন তিন পেসার খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি আর ইবাদত হোসেন। নান্নু এ প্রসঙ্গে বলেন, ‘আমি ওয়েলিংটনে (দ্বিতীয় টেস্টে) মোস্তাফিজকে খেলাতে চাই। তাই হ্যামিল্টনে বিশ্রামে রাখার চিন্তা করছি।’
তাছাড়া একাদশে থাকবেন ছয় ব্যাটসম্যান। তারা হলেন- তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার। একাদশে দুই স্পিনার হিসেবে দেখা যাবে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ।