প্রায় ১৩ বছর আগে দেশে নারী লিগ প্রতিষ্ঠা পেলেও সেভাবে এগোয়নি। তবে এবার লিগের অবকাঠামো এবং মান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই পরিপ্রেক্ষিতে নারী লিগে অংশ নেওয়া দলগুলো রোববার বসেছিল এক মতবিনিময় সভায়। ২০২৫ সালের লিগ নিয়ে হওয়া এই সভায় আসন্ন লিগে ফুটবলারদের জন্য পুল প্রথা চালু করার প্রস্তাব দিয়েছে একাধিক ক্লাব। বিষয়টি আমলে নিয়েছে ফেডারেশন।
সভা শেষে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আগামী লিগ নিয়ে আমরা মতবিনিময় করেছিল। গত লিগে অংশ নেওয়া দলের পাশাপাশি আমরা দেশের শীর্ষ ক্লাবগুলোকে এই আলোচনায় ডেকেছিলাম। শীর্ষস্থানীয় ৫ ক্লাব ব্রাদার্স, রহমতগঞ্জ, ফরাশগঞ্জ, পুলিশ, চট্টগ্রাম এই আলোচনায় উপস্থিত ছিলেন।’
আরও পড়ুন: নেপাল গেলেন চার কাবাডি খেলোয়াড়
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নারী ফুটবল লিগ নিয়মিত হলেও ফিফার গাইডলাইন অনুসারে হচ্ছে না। সেটা করতে হলে আমাদের কমপক্ষে ৯০টি ম্যাচ থাকতে হবে এবং লিগের সময়কাল হতে হবে ৬ মাস। দেশের ক্লাবগুলোর পক্ষে লম্বা সময় ক্যাম্প চালানো এবং খেলোয়াড় ও কোচিং স্টাফের বেতন দেওয়া কষ্টকর। তাই তারা বাফুফের কাছে আর্থিক সহায়তা চেয়েছে।’
উপস্থিত ক্লাবগুলোর দাবিদাওয়াগুলোর মধ্যে অন্যতম ছিল পুল প্রথা চালু করা। এ প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমরা জানি পুল করলে খেলোয়াড়রা পারিশ্রমিক কম পান। তাই আমরা কখনো পুল করিনি। পুল না করে আমরা দেখেছি, যে ক্লাব আর্থিকভাবে শক্তিশালী তারা সেরা খেলোয়াড়দের দলে নিয়ে নেয়। অন্য ক্লাবগুলো হয়ে যায় দুর্বল। তাই লিগেও প্রতিদ্বন্দ্বিতা থাকে না। তাই আমরা আগামী লিগে পুল প্রথা করতে যাচ্ছি।’