নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাউন্ট মাউন গানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। সিরিজে ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডে’তে অপরিবর্তিত ভারতীয় একাদশ।
অন্যদিকে দ্বিতীয় ওয়ানডে’তে দলে জোড়া পরিবর্তন আনল কিউইবাহিনী। পেস অ্যাটাকের অন্যতম ভরসা টিমসাউদির পরিবর্তে দলে এসেছেন অলরাউন্ডার তহা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান কলিন ডি গ্র্যান্ডহোম। মিচেল স্যান্টনারের পরিবর্তে ওভালে শুরু করবেন ডান-হাতি স্পিনার ইশ সোধি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারে ১৮৬ রান ঋণগ্রহ করতে ২ উইকেট হারিয়েছে ভারত। । ক্রিজে কোহলি ১৬ ও রাইডু ১০ রানে ব্যাট করছেন। আর ফার্গুসনের শিকার হওয়ার আগে রোহিত শর্মা ৯৬ বলে ৮৭ রান করেছেন আর শিকল ধাওয়ান ৬৬ করেছেন ৬৭ বলে বোল্টের বলে আউট হওয়ার আগে।
একনজরে ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), অম্বাতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), বিজয় শংকর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মহম্মদ শামি এবং যযুবেন্দ্র চাহাল।
একনজরে নিউজিল্যান্ড একাদশ:
মার্টিন গাপতিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, ডাগ ব্রেসওয়েল, লকি ফার্গুসন, ইশ সোধি এবং ট্রেন্ট বোল্ট।