আগামীকাল ১৩ই ফেব্রুয়ারী বুধবার সকাল ৭টা থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এবারের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিন ওয়ানডের সিরিজ শেষ করে স্বাগতিকদের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
যদিও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের জয় পরাজয়ের রেকর্ডটি ভয়ানক। কারণ নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত একটি ম্যাচও জেতা হয়নি বাংলাদেশের। তবুও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কিছু রেকর্ড তো আছেই।
তবে বাংলাদেশের রেকর্ডের বরপুত্র সাকিব আল হাসানের খেলা হচ্ছেনা এই সিরিজে। যা বাংলাদেশের জন্য সত্যিই হতাশাজনক। বিপিএলের ফাইনালে আঙুলে ব্যথা পেয়ে এই সফর থেকে ছিটকে গেছেন তিনি। তবে মাশরাফি, মুশফিকরা আশা প্রকাশ করেছেন সাকিব ছাড়াও ভালো করবে টাইগাররা।
আসুন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে কি কি রেকর্ড রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।
সবচেয়ে বেশি ওয়ানডে: মুশফিকুর রহিম (১৭)
সবচেয়ে বেশি রান: ইমরুল কায়েস (৪১১)
সর্বোচ্চ স্কোর: সাকিব আল হাসান (১০৬)
সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি: তামিম ইকবাল (৪)
ন্যূনতম ৫ ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড়: ইমরুল কায়েস (৩৭.৩৬)
ন্যূনতম ৫ ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট: মাশরাফি বিন মর্তুজা (৮৩.৮৬)
সবচেয়ে বেশি ছয়: মুশফিকুর রহিম (৮)
সবচেয়ে বেশি চার: তামিম ইকবাল (৪৮)
সবচেয়ে বেশি উইকেট: সাকিব আল হাসান (২৯)
সবচেয়ে বেশি বল করেছেন : সাকিব আল হাসান (৮২৬)
ম্যাচ সেরা বোলিং: রুবেল হোসেন (৬/২৬)
সবচেয়ে বেশি ইনিংসে পাঁচ উইকেট: রুবেল হোসেন ও আফতাব আহমেদ (১)
ন্যূনতম ৫ উইকেট পাওয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ইকোনমি: সোহরাওয়ার্দী শুভ (৩.২১)
ন্যূনতম ৫ উইকেট পাওয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ বোলিং গড়: আফতাব আহমেদ (১১.১৬)
সবচেয়ে বেশি মেডেন: মাশরাফি বিন মর্তুজা (৯)
সবচেয়ে বেশি ক্যাচ: মাহমুদউল্লাহ রিয়াদ (৬)