নিউজিল্যান্ডের মাটিতে টানা চারটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় শূন্য হয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশ। এই একটি পরিসংখ্যান থেকেই বোঝা যায় নিউজিল্যান্ড সফর বাংলাদেশের জন্য কতটা কঠিন।
গেল ওয়ানডে সিরিজেও ব্যাটিং এবং বোলিং কোনোটিতেই দাপট দেখাতে পারেনি টাইগাররা। সেরা পাঁচ পারফরমারের তালিকায় জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি ব্যাটসম্যান ও এক বোলার।
দুই সেঞ্চুরিতে ২৬৪ রান নিয়ে সবার উপরে মার্টিন গাপটিল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে রান সংগ্রাহকে তালিকায় দুইয়ে সাব্বির।
চলুন দেখে নেওয়া যাক কিউই সিরিজে সেরা পাঁচ ব্যাটসম্যান
ব্যাটসম্যান | রান | সর্বোচ্চ | স্টাইকরেট |
মার্টিন গাপটিল | ২৬৮ | ১১৮ | ১০৮.১৯ |
সাব্বির রহমান | ১৫৮ | ১০২ | ৮১.০২ |
রস টেইলর | ১৩৫ | ৬৯ | ৮৯.৪ |
হেনরি নিকোলস | ১৩১ | ৬৪ | ৭৪.০১ |
মোহাম্মদ মিঠুন | ১১৯ | ৬২ | ৭৪.৮৪ |
সেরা পাঁচ বোলারদের তালিকা
লকি ফার্গুসন, ম্যাট হেনরিদের ভিড়ে একমাত্র বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমান। ৪ উইকেট নিয়েছে কাটার মাস্টার।
বোলার | উইকেট | সেরা | ইকোনমি |
টিম সাউথি | ৬ | ৬/৬৫ | ৬.৯৬ |
ট্রেন্ট বোল্ট | ৬ | ৩/৪০ | ৪.৬৩ |
লকি ফার্গুসন | ৫ | ৩/৪৩ | ৪.৫৬ |
মোস্তাফিজুর রহমান | ৪ | ২/৪২ | ৬.৩৩ |
ম্যাট হেনরি | ৩ | ২/৪৮ | ৪.১ |