অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস সৃষ্টির পর নিউজিল্যান্ড সফরেও জয় দিয়ে সিরিজ শুরু করেছে কোহলির ভারত। বুধবার ম্যাকলিন পার্কে কেন উইলিয়ামসনদের ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত৷ নিউজিল্যান্ডকে ১৫৭ রানে বেঁধে রেখে বিরাট-ধাওয়ানদের কাজটা সহজ করে দেন শামি-কুলদীপরা৷
এদিকে টানা সিরিজ খেলার ধকল থেকে কোহলিকে বিশ্রাম দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি ওয়ানডে ম্যাচ এবং পুরো টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। গত কয়েক মাসে লাগাতার ক্রিকেট খেলে চলেছেন তিনি। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হল তাকে।
বিরাটের অনুপস্থিতিতে শেষ দুই একদিনের ম্যাচ এবং তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বিরাটের পরিবর্ত হিসাবে কাউকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নির্বাচকরা।
ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘গত কয়েক মাসে বিরাটের দায়িত্ব এবং পরিশ্রমের কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন কমিটি বিরাটকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশের মাটিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে তাঁর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। এই বিষয়টি মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’