সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে অনেকটা তাচ্ছিল্যের সুরেই কথা বলেছেন সাও পাওলোর ক্লাব পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা। একই সঙ্গে নেইমারের প্রশংসাও করেছেন তিনি।
সাক্ষাৎকারে লেইলা পেরেইরা বলেছেন, ‘নেইমারকে পালমেইরাসে চাই না। এটা কোনো মেডিকেল বিভাগ নয়। আমি এমন একজনকে চাই, যিনি খুব দ্রুত আসতে পারে, এবং কোচের চাওয়া অনুযায়ী সে আগামীকালই খেলতে পারবে। আনফিট কোনো খেলোয়াড়কে ক্লাবে সই করা আমি মেনে নেবো না।’
আরও পড়ুন: এক যুগ পর কিউইদের বিপক্ষে সিরিজ জিতল শ্রীলঙ্কা
একই সঙ্গে নেইমারের প্রশংসা করে তিনি বলেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্বে আছেন লেইলা পেরেইরা। ক্রীড়া সংগঠক ও ব্যবসার পাশাপশি আইনজীবী ও সাংবাদিক হিসেবেও তার পরিচিতি রয়েছে।