ব্যক্তিগত কারণ দেখিয়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মার্টিনো। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (২২ নভেম্বর) মায়ামির অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে মার্টিনো একটি প্রেস কনফারেন্স করবেন।
২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেন মার্টিনো। এরপর যুক্তরাষ্ট্রের এ দলটির সঙ্গে সময় বেশ ভালোই কাটিয়েছিলেন ৬২ বছর বয়সী এই কোচ। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস এবং জর্দি আলবার মতো তারকাদের পেয়েছেন তিনি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর)
তবে মায়ামির হয়ে শেষটা ভাল হয়নি এই আর্জেন্টাইনের। মেজর লিগ সকারের প্লে-অফের প্রথম রাউন্ডে আটালান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় মেসি-সুয়ারেজরা। এরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মার্টিনো।
প্রসঙ্গত, মার্টিনোর অধীনে ২০২৩ লিগস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। এছাড়া চলতি মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে সাপোর্টারস শিল্ড জেতে ক্লাবটি। সেইসঙ্গে ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয়।