নীল চলচ্চিত্র তারকা তেনা ট্রাম্পের প্রেমে মজেছেন সাবেক আর্সেনাল ফুটবলার নিকোলাস পেপে। বর্তমানে স্পেনের ক্লাব ভিয়ারিয়ালের হয়ে খেলেন নিকোলাস।
সম্প্রতি তেনার সঙ্গে পেপের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবিটি শেয়ার করেছেন পেপের বোন কোরিন। জানা গেছে, পাঁচ মাস ধরে একসঙ্গে রয়েছেন তারা। এর আগে মৌসুমের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের জার্সি গায়ে দেখা গেছে তেনা ট্রাম্পকে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর)
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পর্ন তারকা তেনা ট্রাম্পের আসল নাম কিয়ানা নিচেল জোন্স। বর্তমানে এই তারকার বয়স ২৯ বছর। মাত্র ১৮ বছর বয়সে নীল চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখেন তেনা। বর্তমানে নীল দুনিয়ার পরিচিত মুখ তিনি।