পাকিস্তানি বধূ হওয়ায় তেলেঙ্গানা রাজ্যের ব্র্যান্ড এম্বাসেডরের পদ থেকে ভারতের স্বনামধন্য টেনিস তারকা সানিয়া মির্জাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তেলেঙ্গানা রাজ্যের বিজেপি দলীয় এমপি রাজ সিং।
রাজ্যের মুখ্যমন্ত্রী কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও এর কাছে এক ভিডিও বার্তায় এ দাবি জানান রাজ সিং।
ভিডিও বার্তায় রাজ সিং বলেন, ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানি জঙ্গিদের সন্ত্রাসী হামলায় কাশ্মীরে ৪০ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকতে পারে না ভারতীয়দের। আর সানিয়া মির্জা সেই দেশের ক্রিকেটারের বউ হওয়ায় তাকে এই রাজ্যের ব্র্যান্ড এম্বাসেডরের পদেও রাখা যাবে না।
২০১০ সালে অনেক কাহিনীর পর পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সাথে ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার বিয়ে হয়। ২০১৮ সালের অক্টোবরে এক ছেলে সন্তানের জন্ম হয় এই দম্পতির ঘরে।