প্রত্যাশা থাকলেও ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় পুনে টেস্টে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের ডানহাতি ব্যাটার উইলিয়ামসন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন, নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড।
নিউজিল্যান্ড কোচ বলেন, ‘আমরা কেনকে (উইলিয়ামসন) পর্যবেক্ষণ করছি এবং সে সঠিক ট্র্যাকে আছে। কিন্তু এখনও ১০০% ফিট নয়। আমরা আগামী দিনে তার আরও বেশি উন্নতি আশা করছি। তাকে তৃতীয় টেস্টের দলে পেতে আশাবাদী। নিজেকে প্রস্তুত করার জন্য যতটা সম্ভব সময় দেবো। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবো।’
আরও পড়ুন: ‘আমাকে ঘৃণা করেন, কিন্তু আমার সঙ্গে খেলতে আসবেন না’
শ্রীলঙ্কা সিরিজে কুঁচকির চোটে পড়েছিলেন উইলিয়ামসন। এরপর দেশে গিয়ে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া। ভারতের বিপক্ষে শেষ টেস্টের আগ পর্যন্ত দেশেই থাকবেন উইলিয়ামসন।
এর আগে বেঙ্গালুরু টেস্টে ভারতকে ৮ উইকেটে হারায় কিউইরা। এই ম্যাচে উইলিয়ামসনের বদলি হিসেবে খেলেন উইল ইয়ং। তিন নম্বর পজিশনে দুই ইনিংসে যথাক্রমে ৩৩ ও ৪৮ রান করেন তিনি।